• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

নালিতাবাড়ী ৬ নং কাকরকান্দি ইউপি নির্বাচনে নিয়ামূল কাউসার এর জয়


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
নিয়ামূল

যোগ্য পিতার যোগ্য সন্তান। .

নালিতাবাড়ী থানার কাকরকান্দি ইউনিয়ন এ নির্বাচন এ সকলের ভালোবাসা য় এবার নির্বাচিত হলেন সাবেক সফল চেয়ারম্যান আবুল কাশেম এর বড় ছেলে, নিয়ামুল কাউছার। কাকরকান্দি ইউনিয়ন এ মোটরসাইকেল প্রতিক এ ২৫০০ ভোট পেয়ে নৌকা প্রতিক এর থেকে স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার বিজয়ী হয়েছেন। নিয়ামুল কাউছার এর বিজয়ী হওয়ার জন্য এলাকা বাসিরা আনন্দিত । তাদের মাঝে অনেকেই অনেকে এবার আশার আলো দেখার স্বপ্ন দেখছেন। অনেকের বক্তব্য আগের চেয়ারম্যান.

কাকরকান্দি ইউনিয়ন এর তেমন কোন উন্নয়ন করেনি। এবার হয়তো ভালো ফলাফল পাওয়া যাবে, এবার হয়তো এলাকার আরো উন্নয়ন হবে। এলাকাবাসিরা নব নির্বাচিত চেয়ারম্যান নিয়ামুল কাউছার কে অভিনন্দন জানিয়েছেন।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ