
যোগ্য পিতার যোগ্য সন্তান। .
নালিতাবাড়ী থানার কাকরকান্দি ইউনিয়ন এ নির্বাচন এ সকলের ভালোবাসা য় এবার নির্বাচিত হলেন সাবেক সফল চেয়ারম্যান আবুল কাশেম এর বড় ছেলে, নিয়ামুল কাউছার। কাকরকান্দি ইউনিয়ন এ মোটরসাইকেল প্রতিক এ ২৫০০ ভোট পেয়ে নৌকা প্রতিক এর থেকে স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউছার বিজয়ী হয়েছেন। নিয়ামুল কাউছার এর বিজয়ী হওয়ার জন্য এলাকা বাসিরা আনন্দিত । তাদের মাঝে অনেকেই অনেকে এবার আশার আলো দেখার স্বপ্ন দেখছেন। অনেকের বক্তব্য আগের চেয়ারম্যান.
কাকরকান্দি ইউনিয়ন এর তেমন কোন উন্নয়ন করেনি। এবার হয়তো ভালো ফলাফল পাওয়া যাবে, এবার হয়তো এলাকার আরো উন্নয়ন হবে। এলাকাবাসিরা নব নির্বাচিত চেয়ারম্যান নিয়ামুল কাউছার কে অভিনন্দন জানিয়েছেন।. .
নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা
আপনার মতামত লিখুন: