
টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার গণঅধিকার পরিষদের আহ্বায়ক.
টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর। ১৭ নবেম্বর- বুধবার দুপুরে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মাজারে এসেছিলেন তারা। মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে জানা গেছে। সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে রেজা কিবরিয়া ফেসবুক লাইভে বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তিনি তার ফেসবুকের আরেকটি পোস্টে লেখেন, হামলায় দলটির ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল হকসহ ২৫ জনকে কাগমারী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া টাঙ্গাইল সদর থানার অবস্থানকালে জানান, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল জানান, শ্রদ্ধা জানাতে এসে তারা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করে। ছাত্রলীগ তাদের হামলা প্রতিহত করেছে মাত্র। আলোচনায় থাকার জন্য নুরুল হক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন জানান, গণঅধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছানোর পর ধাওয়া-পালটা ধাওয়া হয়। একপর্যায়ে রেজা কিবরিয়া ও নুরুল হকসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ হামলার প্রতিবাদে বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ছাত্রঅধিকার পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।. .
নিউজ উইন ২৪ / মাহফুজ আহমেদ
আপনার মতামত লিখুন: