• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইউনিয়ন পরিষদ এ চুরি


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: শনিবার, ০৪ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:১৩ পিএম
চুরি

ইউনিয়ন পরিষদ    চুরি। .

০৫ ডিসেম্বর (শনিবার) নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের ৬টি কক্ষের হেজবুন কেটে তালা  ভেঙ্গে এবং ফসকে কম্পিউটার, ল্যাপটপ ও মূল্যবান নথিপত্র চুরি. .

 এখনো পর্যন্ত  কে চুরি  করেছেন তা জানা যায় নি।   তবে অনেকের ধারনা বা মন্তব্য  এটি প্রাক্তন চেয়ারম্যান এর  কোন গোপন কাজ  প্রকাশ  হয়ে যাওয়ার  ভয়ে এই চুরি  হয়েছে।  .

এ দিকে  প্রাক্তন চেয়ারম্যান  মিজানুর রহমান  মিজান  জানান  যে  তিনি সকালে ঘুম থেকে উঠার পর মোবাইল ফোন এর মাধ্যমে জানতে পারেন যে,  ৬ টি রুম এর তালা ভেঙ্গে  চুরি হয়ে গেছে।   তিনি এ বিষয়  এ কিছু  জানেন না।  মানুষ  তাকে মিথ্যা  দোষারোপ বা অপবাদ  দিতে চাচ্ছে ।  তিনি আরো জানান, যে উনাকে সচিব জনাব  আব্দুল  বারেক সাহেব  জানিয়েছেন,    নথি পত্র এলোমেলো আছে নথি পত্র চুরি হয় নাই।.


বিষয় টি  প্রশাসনের নজর দেওয়া উচিৎ এবং  যত দ্রুত  সম্ভব  এর সমাধান করা উচিত ।  আসল দোষীকে সকলের সামনে এনে  শাস্তি  দেয়া হোক এমন টাই সকলের চাওয়া।   যদি  ইউনিয়ন পরিষদ এ গ্রাম পুলিশ  পাহারাদার থাকার পর ও এভাবে  প্রয়োজনীয়  নথি পত্র চুরি হয়ে যায় তাহলে সাধারণ জনগন  এর নিরাপত্তা কোথায় এ নিয়েও অনেকে আতংকিত।.

.

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ