
আজ ১ অক্টোবর (শুক্রবার)। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মত আমাদের দেশেও প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণ ব্যক্তিরা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এবং সন্মানিত ব্যাক্তিবর্গ।
আমাদের দেশে প্রবীণদের কেউ তেমন ভাবে খেয়াল রাখে না , অথচ প্রবীণরাই এদেশ , সমাজ এবং পরিবার এর এক সময় বিরাট অবদান রেখেছে।
এই দিবস টি কে উপলক্ষ করে আমি দেশের সকল প্রবীণদের শুভেচ্ছা জানাই। জন্ম নিলে যেমন মরতে হবে কথা টা যেমন সত্যি তেমন জীবন এ বেঁচে থাকলে একদিন সকলকে প্রবীণ হতে হবে এটাই সত্য। তাই আসুন প্রবীণ দের আর অবহেলা না করি, অযত্ন না করি।
সন্মান করি, শ্রদ্ধা করি ভালোবাসি।.
নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা
আপনার মতামত লিখুন: