• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

শুক্রবার মাঝরাতে ভূমিকম্প


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: শুক্রবার, ০৮ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৩ এএম
ভূমিকম্প

হটাৎ ভূমিকম্প .

৮ অক্টোবর ( শুক্রবার)  মাঝরাতে প্রায় ১২টা ৩০ এর দিকে  বাংলাদেশ এর বিভিন্ন জায়গায়  ৫.৬ অনুপাতে ভুমিকম্প  হয়ে গেলো।  জানা যার এর উৎপত্তি স্থল মায়ানমার। তবে কোথাও কোন ক্ষয় ক্ষতি র খবর  এখনো  পাওয়া যায়নি। 
আবহাওয়া অধিদফতরের একজন কমকর্তা জানান, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।.

 .

এদিকে, সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

আবহাওয়া / পরিবেশ বিভাগের জনপ্রিয় সংবাদ