
ময়মনসিংহ শ্যামগঞ্জ বিরিশিরি রোডে দূর্ঘটনা.
শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে লক্ষীপুর বাজার এলাকায় বাস উল্টে আহত অর্ধশত । এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জন।.
ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সোয়াদ পরিবহন এর একটি বাস মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে দুর্গাপুরে শিক্ষা সফরে যাওয়ার পথে উলটে রাস্তার নিচে খাদে পড়ে যায় ।.
দুর্গাপুরে লক্ষীপুর নামক স্থানে বাসটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ জন ছাত্র আহত হয়েছেন এবং ৩ জন মারা গেছেন । আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ।.
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে উদ্ধার কাজ চলছে।.
নিউজ উইন ২৪ / স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: