
চলে গেলেন না ফেরার দেশে.
আমরা গভীরভাবে শোকাহত
ই-ক্যাবের পরিচালক ও চালডাল এর প্রতিষ্ঠাতা সিওও জনাব জিয়া আশরাফ এর মাতা এবং চলচ্চিত্র এক সময়ের পর্দা কাপানো নায়ক উজ্জ্বল এর স্ত্রী বেগম মেরিনা আশরাফ গতকাল দিবাগত রাত ভোর ৪টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। জিয়া আশরাফ এর মায়ের মৃত্যতে ই-ক্যাব পরিবার গভীরভাবে শোকাহত। মাতৃবিয়োগের এই শোকে আমরা তাকে সহমর্মিতা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে শোক সইবার শক্তি দান করেন। আমীন
মরহুমের নামাযে জানাজা আজ দুপুরে বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশে ই-ক্যাব পরিবার.
.
নিউজ উইন ২৪ / ডেস্ক রিপোর্টার
আপনার মতামত লিখুন: