• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

নালিতাবাড়ীতে মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:৩৮ এএম
মাদক ব্যবসায়ী

নালিতাবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার.

শেরপুর জেলার নালিতাবাড়ীতে পাঁচ বোতল মদ সহ কাঞ্চন  মারাক  নামে  এক যুবক গ্রেফতার।  তার বয়স ২৬ বছর।  ২০ সেপ্টেম্বর তাকে আদালত এ নিয়ে  গেছে পুলিশ।  যানাযায়  কাঞ্চন মারাক শ্রীবরদী উপজেলায় বাবেলাকোনা গ্রামের বাসিন্দা।  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালের  দিকে (জামালপুরের) র‌্যাবের   একটি গ্রুপ নালিতাবাড়ী উপজেলার বারোমারী গ্রামের বারোমারী বটতলা মিশন সংলগ্ন  দোকান এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় কাঞ্চন মারাক কে সন্দেহ হলে  তার দেহ তল্লাশি করে পাঁচ বোতল  বিদেশি মদ সহ তাকে গ্রেফতার করে।  প্রাথমিক জিজ্ঞাসার পর সে বিভিন্ন জায়গায়  মদ ক্রয় বিক্রয় এর কথা স্বিকার করে।   এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা  দিয়ে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ