• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

অনলাইন জুয়ার মামলায় প্রত্যয় গ্রেফতার


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৫ এএম
Prottoy hiron
  • জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরন গ্রেফতার
  • ​​​​​
  • প্রত্যয় হিরন এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, নাটকের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণা করে ভিডিও বানাতো তারা। ইউটিউব ও ফেসবুকের ভিডিওতে এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতো প্রত্যয় হিরণ ও তার সহযোগী বন্ধুরা।

ইতোমধ্যে এ নিয়ে তাদের বিরুদ্ধে বাদী হয়ে ঢাকার রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই পুলিশি নজরদারিতে ছিল প্রত্যয় হিরণরা। পরে ওই মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদেরকে। এ ছাড়া দেশে জুয়ার এসব বিজ্ঞাপনের প্রচারণা চালাচ্ছে, ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেল। বর্তমানে তাদের প্রায় সাড়ে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে!.

গোপন সূত্রে জানা গেছে, ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতো আব্দুল হামিদ নামের এক ব্যক্তি। আর বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রতি ভিডিওর জন্য একলাখ দশ হাজার টাকা করে নিতো প্রত্যয় হিরণরা।.

ডিবি এবং সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার জনাব তারেক বিন রশিদ বলেন, ওরা দীর্ঘদিন ধরেই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করার পর আমরা জানতে পারি যে, দেশের বাইরে থেকে একটি চক্র এসব অনলাইন বিজ্ঞাপনের কার্যক্রম পরিচালনা করে। তারা ভারতীয় এজেন্টদের সহায়তায় জনপ্রিয় ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয়। এছাড়াও সারা দেশে এই অনলাইন জুয়া বেট ছড়িয়ে পড়েছে, এগুলো কে নজরদারি করছে গোয়েন্দা পুলিশ।.

অনলাইন জুয়া থেকে অনেক অপরাধের জন্ম দেয় বলে জানিয়েছেন এই প্রশাসনিক কর্মকর্তা। সেই সঙ্গে ইউটিউব ছাড়াও, অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা, জুয়ায় উৎসাহ দেওয়া দেখলে সরাসরি অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন ডিবি পুলিশ।. .

নিউজ উইন ২৪ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ