
বন্ধুর ফোনে রাতে বের হয়ে, শাহিদা ফিরলো লাশ হয়ে.
সোমবার ৯ অক্টোবর, ঢাকার রমনা থানার মৌচাক রামপুরা প্রধান সড়কের ফ্লাইওবার নিচ থেকে পাওয়া গেলো শাহিদা আক্তার মিম নামের (২১) বছরের এক তরুনীর মরা দেহ, এর ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।.
.
রমনা থানার উপ পরিদর্শক আমেনা খানম জানায়, খবর পেয়ে রাত ৩ টার দিকে মরাদেহ উদ্ধার করা হয়,.
তার চোখ মুখ ধেথলানো ছিলো, শরিরের বিভিন্ন জায়গায় আগাতের চিনহ আছে। তিনি বলেন উপর থেকে পরে গেলে একটা মানুষের যা লক্ষন থাকে তার শরিরে সবই আছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক কারন জানা যাবে। প্রাথমিক ভাবে জান যায় তিনি একজন নৃত্য শিল্পী ছিলেন।.
নিহত আমেনা আক্তার মিম এর মা জানায়, আমার মেয়ে নাচ গান করে, পড়াশোনা বন্ধ, রাত ৮ টার দিকে তার বন্ধু ফোন করে বাসার বাহিরে নিয়ে যায়, পরে সারা রাত বাসায় না ফেরায়, রাতে ফোন করে ফোনে পাইনি। তারপর পুলিশ ফোন করে আমাকে আসতে বলে। আমি এসে লাশ শনাক্ত করি, আমার মেয়েকে ডেকে নিয়ে পরিকল্পনা করে হত্যা করেছে।. .
নিউজ উইন ২৪ / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: