• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

ইতিহাসের সেই ভয়াল তারিখ ২১ সেপ্টেম্বর


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০৩ এএম
চলচিত্র ছবি

ইতিহাসের সেই ভয়াল তারিখ.

"কোথাও কেউ নেই!!" বাংলা নাটকের ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নাটক। বাংলা নাটক দেখেন কিন্তু কোথাও কেউ নেই দেখেনি এমন দর্শক খুঁজে পাওয়া দায়। আজ বলবো সেই নাটক সম্পর্কে কিছু কথা।.

অবশেষে হুমায়ূন আহমেদ গোপনে নাটকের শুটিং সম্পন্ন করেন। এদিকে টিভিতে জানিয়ে দেওয়া হয়েছিল ২১ সেপ্টেম্বর 'কোথাও কেউ নেই' নাটকের শেষ পর্ব প্রচারিত হবে। হুমায়ূন আহমেদ সেদিন কাদেরকে (বদি) নিয়ে সেদিন বাসা থেকে অন্য কোথাও চলে গিয়েছিলেন। কারণ তার বাসা সাধারণ জনগণ ঘিরে ফেলেছিলো। বাসায় রীতিমত ইট-পাটকেল দিয়ে ঢিলও ছোড়া শুরু করে। পরিচালক হুমায়ুন আহমেদ তার প্রাণ সংশয়ের আশংকা দেখে থানায় একটি সাধারণ ডায়েরি করে বদিকে নিয়ে গা ঢাকা দেন।তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া  সারাদেশের আন্দোলন ঠেকাতে হুমায়ুন আহমেদকে ফোন করে ফাঁসি ঠেকাতে অনুরোধ করেন।জবাবে হুমায়ুন আহমেদ বলেন,"তা সম্ভব না।" একেবারে লুকিয়ে শেষ হয় নাটকের দৃশ্যায়ন।.

অবশেষে সেই সন্ধ্যা।সন্ধ্যা নামার পর পুরো ঢাকা শহর জুড়ে পিনপন নীরবতা। রাজপথে কোনো মানুষ নেই। এ যেন অলিখিত এক কারফিউ। সবাই টিভি সেটের সামনে গম্ভীর মুখে অপেক্ষার প্রহর গুণছে। .

নাটকে শেষবারের মত বাকের ভাই মুনার হাত ধরে দু'জনে অঝোরে কাঁদতে লাগলো। মুনা সারারাত জেগে বাকের ভাই এর লাশের জন্য অপেক্ষার প্রহর গুণতে লাগলো। সবশেষে বাকের ভাইয়ের লাশ জেল ফটক দিয়ে বেরিয়ে আসে........সাথে করুণ সুরে বাজতে থাকে বাকের ভাইয়ের প্রিয় গান হাওয়া মে উড়তা যায়ে,মেরা লাল দুপাট্টা....

সেদিন টিভি সেটের সামনে থাকা কোনো মানুষ নিজের চোখের পানি নিয়ন্ত্রণ করতে পারে নি। কেউ মনে মনে কাঁঁদছিলো, কারো চোখের কোণায় পানি, কেউ অঝোরে কাঁদছিলো, কেউ হাউমাউ করেই কান্না শুরু করেছিলো সেদিন। মনে হচ্ছিলো দেশের মানুষ এক বাস্তব জীবনের হিরোকে হারিয়ে ফেলেছে।.

আজ সেই ২১ সেপ্টেম্বর। 'কোথাও কেউ নেই' নাটকের ২৮ বছর পূর্তি।  তবুও বাকের ভাই, মুনা, বদি, মজনু প্রত্যেকে যেন জলজ্যান্ত এক চিরসবুজ চরিত্র। বাংলাদেশের মানুষ এখনো স্মৃতিচারণ করে সেইসব দিনের কথা।.

আজ ২১ সেপ্টেম্বর কোথাও কেউ নেই.... ????. .

নিউজ উইন ২৪ / মারিয়া সুলতানা

বিচিত্র সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ