• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

ট্রাক চাপায় এক জন এর মৃত্যু


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম
ট্রাক চাপায়  এক জন এর মৃত্যু

  .

ট্রাক চাপায় জন এর মৃত্যু .

শেরপুর জেলার শ্রীবরদী  উপজেলা সিমান্ত  এলাকা বালিঝুরি এলাকায়  আনুমানিক ৩ টার দিকে  মোটরসাইকেল চালক আলম মিয়া (৩০) নামে ট্রাক চাপায় ১ জন নিহত হয়েছে এবং  এবং  মোটরসাইকেল এ থাকা আরেক জন জিয়া(২৮) নামের গুরুত্বরো আহত হন।
জানা যায়, একটি ট্রাক পিছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে  ১ জন মারাজান।    আর যিনি আহত  হন তাকে ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।.

স্থানীয় সুত্রে জানা যায়, ট্রাকটিকে আটক করেছে এলাকার স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ