• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

নালিতাবাড়ীতে বিনার অবদান


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০১ এএম
ফাইল ফটো

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা).

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।  এটি একটি গবেষণা কেন্দ্র। এটি বাংলাদেশ এর ময়মনসিংহ বিভাগ এর শেরপুর জেলায় অবস্থিত।  এটি নালিতাবাড়ী উপজেলার গেঁরাপচাঁ গ্রামে অবস্থিত। এর মোট আয়তন ৩২৭.৬১ বর্গ কিলোমিটার।  এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, পূর্বে ময়মনসিংহ বিভাগ এর হালুয়াঘাট উপজেলা, দক্ষিণ এ শেরপুর জেলার নকলা ও শেরপুর সদর এবং পশ্চিম এ ঝিনাইগাতী উপজেলা দ্বারা বেষ্টিত।  এটি মুলত দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান।  এই প্রতিষ্ঠান এ মুলত  দানাশস্য, ডাল,  তৈল বীজ, সবজি, ফুল, ফল,  ইত্যাদি  উচ্চ ফলনশীল জাত নিয়ে গবেষণা করা হয়।   "বিনা"  বাংলাদেশের পারমাণবিক  কৌশল কাজে লাগিয়ে কৃষি খাতে  অবদান রাখার ১ মাত্র প্রতিষ্ঠান।  নতুন, অধিক  উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড়  নিয়ে কাজ  ই হচ্ছে  এই প্রতিষ্ঠানের মূল বিষয়।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ