• ঢাকা
  • রবিবার, ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

নালিতাবাড়ীতে সফল উদ্দ্যোক্তা শরিফ মিয়া


নিউজ উইন ২৪ ; প্রকাশিত: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:০৯ পিএম
নালিতাবাড়ী উদ্দোক্তা সংবাদ

চাকরির পিছনে না ছুটে উদ্দোক্তা হলেন মাস্টার্স সার্টিফিকেট অর্জনকারী  মোঃ শরিফ মিয়া।.

  তিনি বাঘবেড় ইউনিয়ন এর বাসিন্দা  তবে তার বর্তমান ঠিকানা গড়কান্দা।  তার পিতার নাম মোঃ রহিম উদ্দিন।  তিনি পেশায় ১ জন কৃষক ছিলেন।  রহিম উদ্দিন এর ১০ সন্তান এর মাঝে  শরীফ মিয়া হলেন ৯ম সন্তান ।    শরিফ মিয়া পড়াশোনা শেষ  করার পর  চাকরি  পিছনে  না ছুটে   তিনি নিজে ১ জন সফল ব্যবসায়ী হতে চেয়েছিলেন।  সেই লক্ষ্যে তিনি ছোট পরিসরে তার মতে (১৫০০০-২০০০০) টাকা নিয়ে কম্পিউটার এর দোকান শুরু  করেন ২০১৫ সালে।   তখন তেমন  একটা ভালো যায় নি তার ব্যবসা।  কিন্তু  তবু তিনি হতাশ হননি,  পিছ পা হননি।  তারপর  ২০১৭ সালের দিকে তিনি কম্পিউটার এর দোকান বাদ দিয়ে লাইব্রেরি দেন।    তার লাইব্রেরি তে কোরআন শরিফ,  বই, খাতা, কলম,  মাদ্রাসার  বই পাওয়া যায় এবং ফটোকপিও করানো হয়।  তারপর  থেকে তার ব্যবসা ভালো  ভাবে ই  চলতে থাকে। গড়কান্দা মহিলা মাদ্রাসা সংলগ্ন, সাহাপাড়া রোড এ তার লাইব্রেরি অবস্থিত।   ২০২০ সালে করোনাকলিন সময়  স্কুল বন্ধ  থাকার কারনে একটু  খারাপ  অবস্থানে থাকলেও তিনি জানান       
 তার ব্যবসা ভালো ই চলছিল।  এখন তিনি  বর্তমান এ সাবলম্বি এবং  সফল ব্যবসায়ী।  এখন  তার দোকানে প্রায় ১৫-১৬ লাখ টাকা র মালামাল   রয়েছে বলে জানিয়েছেন।
 চাকরি পিছনে না ছুটে  তিনি যে বুদ্ধি মানের কাজ করেছেন ।  তার জন্য ই তিনি আজ  ১ জন সফল ব্যবসায়ি।  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নিজেও  বেকার দের চাকরির পিছনে না ছুটে উদ্দোক্তা হতে পরামর্শ দিয়েছেন।  মানুষ চাইলে ই নিজের কর্মসংস্থান নিজে করতে পারে এবং  অন্যদের ও সুযোগ  করে দিতে পারে।    তাই আসুন  নিজে উদ্দোক্তা হই অন্যদেরকেউ চাকরির পিছনে না ছুটে  উদ্দোক্তা হওয়ার পরামর্শ দেই।. .

নিউজ উইন ২৪ / মাকসুদা রিনা

সাক্ষাৎকার বিভাগের জনপ্রিয় সংবাদ